promotional_ad

ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দলে নেই জাহানারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন জাহানারা আলম, আইসিসি
২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানার প্রোভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচ ছাড়াও বিভিন্ন সময়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে খেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

promotional_ad

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমেয়ভাবেই অধিনায়ক হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন জ্যোতি। তাঁর ডেপুটি হিসেবে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে। প্রায় দেড় বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছিলেন জাহানারা আলম।


যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি ডানহাতি এই পেসারকে। যতটুকু জানা গেছে, মানসিক অবসাদের জন্য ক্রিকেট থেকে আপাতত বিরতি নিয়েছেন তিনি। জাহানারা না থাকায় ১৬ সদস্যের দলে ফেরানো হয়েছে লতা মণ্ডল ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণাকে।


সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তাতে খানিকটা সুগম হয়েছে জ্যোতিদের জন্য। তবে এখনও যদি কিন্তুর হিসেব মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের।


promotional_ad

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। দুই দলের ওয়ানডে সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য। 


এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশ দল - নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball