ফারুক-নাজমুলের মধ্যে লোভ-লালসা কেন আসে, প্রশ্ন সুজনের
ছবি: নাজমুল আবেদিন ফাহিম (বামে), খালেদ মাহমুদ সুজন (মাঝে), ফারুক আহমেদ (ডানে), ক্রিকফ্রেঞ্জি
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম। পরিস্থিতি বিবেচনায় জালাল পদত্যাগ করলেও সাজ্জাদুলকে সরিয়ে দেয় এনএসসি। তাদের দুজনের জায়গায় বিসিবিতে আসেন নাজমুল আবেদিন ও ফারুক আহমেদ। তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন আছে, জমে উঠছে না তাদের দুজনের রসায়ন। সেটার খানিকটা বহিঃপ্রকাশ ঘটেছে বিপিএলের উদ্বোধনী দিনে।
৩০ ডিসেম্বর বিসিবির প্রেসিডেন্ট বক্সে ফারুকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সচিব মাহফুজুল আলম। এমন কথার সত্যতা মিলেছে বিসিবি সভাপতির কথায়। তাদের দুজনের এই ঘটনার সময় সেখানে ছিলেন না নাজমুল আবেদিন। পরবর্তীতে নিজের আচরণের জন্য বোর্ড সভাপতির অফিস কক্ষে ফারুকের কাছে দুঃখ প্রকাশ করতে এসেছিলেন মাহফুজ। সেই সময় তাদের সবার সামনে নাজমুল আবেদিনের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ফারুক।
এমন ঘটনায় মর্মাহত হয়ে বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করার ইঙ্গিতও দিয়েছিলেন নাজমুল আবেদিন। যদিও দুজনে আলোচনা করে সেই সমস্যা সমাধান করেছেন বলে নিশ্চিত করেছেন ফারুক। তাদের ঘটনায় নতুন এক তথ্য দিয়েছেন সুজন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হওয়া নিয়েই নাকি বিরোধ হয়েছে তাদের। সেই সঙ্গে তিনি এমন প্রশ্নও তুলেছেন যে কেন ফারুক ও নাজমুল আবেদিনের মধ্যে লোভ-লালসা হচ্ছে।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব যে দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর সমস্যা হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন তখন তো অনেক প্রতিশ্রুতি আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন। চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না। ’
‘এখন দেখতেছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশন্স না পাইলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। আমার মনে হয় কেন এই লোভ লালসা তাদের মধ্যে আসে। আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?……আমার কেন থাকতেই হবে যে না আমি…পাবো। উনি কি ক্রিকেট অপারেশনসের মাস্টার?’
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে আকরাম খান বরং আগ্রহ দেখাতে পারেন বলে মনে করেন সুজন। কারণ লম্বা সময় এই দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। এদিকে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দাবি, ফারুক ও ফাহিমের মাঝে ইগোর সমস্যা আছে। যদিও বিসিবিতে কী হচ্ছে এসব নিয়ে খুব বেশি কিছু জানে না সুজন।
তিনি বলেন, ‘উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলতেছেন অপারেশনস ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলতেছি, এটা কী হচ্ছে আমি জানি না।’