টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত মিরাজ

ছবি: গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ , ক্রিকফ্রেঞ্জি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যদিও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না লিটন।
অধিনায়ক হতে রাজী থাকলেও আপাতত শান্তকে সাপোর্ট করতে চান মিরাজ
১১ এপ্রিল ২৫
এমনকি চলমান বিপিএলেও অফফর্ম অব্যাহত রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। আর তাই বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে নাম আসছে এই ফরম্যাটে জাতীয় দলে একরকম 'অনিয়মিত' ক্রিকেটার মিরাজের।
যদিও নেতৃত্বের দায়িত্ব পেলে লুফে নিতে প্রস্তুত এই অলরাউন্ডার, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে, দেখেন লিটন দাস করেছে ওয়েস্ট ইন্ডিজে। খুব ভালো করেছে, দলকে ফল এনে দিয়েছে। যেহেতু বিপিএলে করছি, অভ্যাস হচ্ছে আমার। ভবিষ্যতে কাজে লাগবে।'

এবার বিপিএলেও মিরাজ নেতৃত্ব দিচ্ছেন খুলনা টাইগার্সকে। তা ছাড়া বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৯) দলেও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে নেতৃত্ব উপভোগ করেন এই অলরাউন্ডার।
‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১২ ঘন্টা আগে
'আপনি দেখেন যেকোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করা কঠিন যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে ১২-১৪টা ম্যাচ করব আমি জানি। প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন।'
‘দেখেন আপনি যেটা বললেন সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি এখানেও করছি। হয়ত এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা করা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি।’