পাপুয়া নিউগিনিকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়
দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভালো শুরুর পর বাংলাদেশকে টেনেছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। পাশাপাশি শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। ডানহাতি ব্যাটারের ১৪ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয় পেতে বাকি কাজটা সেরেছেন বোলাররা। পাপুয়া নিউগিনি নারী দলকে ১৩৮ রানে আটকে দিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনিরা। পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।