টি-টোয়েন্টিতেও সিরিজ হারলেন স্বর্ণা-শারমিনরা

ছবি: ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতল সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল, ক্রিকফ্রেঞ্জি

কক্সবাজার স্টেডিয়ামের একাডেমি মাঠে জয়ের জন্য ১১৭ রান তাড়ায় সাউথ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন টানিক্লিফ ও ক্যান্ডলার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। টানিক্লিফকে ফিরিয়ে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে পয়েন্টে থাকা হাবিবা ইসলাম পিংকির হাতে ক্যাচ দিয়েছেন টানিক্লিফ।
বাংলাদেশকে আবারও হারিয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
৮ মে ২৫দারুণ ছন্দে থাকা সাউথ আফ্রিকান ব্যাটার আউট হয়েছেন ৫ চারে ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে। দলের রান একশ হওয়ার আগে ফিরেছেন আরেক ওপেনার ক্যান্ডলারও। ফুয়ারা বেগমের অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৩৯ বলে ৩০ রান করে আউট হয়েছেন ক্যান্ডলার।

পরবর্তীতে সাউথ আফ্রিকার জয় নিশ্চিত করেন সিমোনে ও জেনা ইভান্স। ১২ বলে যখন ৫ রান প্রয়োজন তখন স্বর্ণাকে টানা দুই চার মেরে সাউথ আফ্রিকাকে জয় এনে দেন ইভান্স। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯ রানে। আরেক ব্যাটার সিমোনে খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪০ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফুয়ারা ও নিশিতা।
এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন সাথী রানী বর্মন। তিনে নামা সুমাইয়া আক্তার সুবর্ণা আউট হয়েছেন পাওয়ার প্লে শেষের আগেই। দ্রুত রান তুলতে না পারলেও শারমিনের সঙ্গে জুটি গড়ে তোলেন রুবাইয়া। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দলের রান পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন রুবাইয়া।
৩৯ বলে ২৭ রান করে আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার। ভালো শুরু পাওয়া ইরা ফিরেছেন ১২ বলে ১৮ রান করে। একটু পর শারমিনও আউট হয়েছেন দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৬ রানের ইনিংস খেলে। শেষের দিকে সমান একটি করে চার ও ছক্কায় ১১ বলে ১৯ রান করেছেন স্বর্ণা। তাদের ব্যাটেই ১১৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। সাউথ আফ্রিকার হয়ে ক্যান্ডলার তিনটি ও টাকার দুটি উইকেট নিয়েছেন।