
টি-টোয়েন্টিতে সল্টের বদলি স্মিথ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। কদিন পরেই বাবা হবেন এই ইংলিশ ব্যাটার। এ কারণেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার জায়গায় আরেক উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ জায়গা পেয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ফিল সল্ট। কদিন পরেই বাবা হবেন এই ইংলিশ ব্যাটার। এ কারণেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তার জায়গায় আরেক উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ জায়গা পেয়েছেন।
গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেয়া হয়েছিল ফিল সল্টকে। সেই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন সল্ট। এবার অবশ্য মেগা নিলামের আগেই ইংলিশ এই ওপেনারকে ছেড়ে দেয় কলকাতা। নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই জেতালেন সেই সল্ট!
আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় ইডেন গার্ডেন্সকে বেশ ভালোভাবেই চেনেন ফিল সল্ট। চারশর বেশি রান করে কলকাতার শিরোপা জয়েও অবদান রেখেছিলেন ইংলিশ ওপেনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরুটা হয়েছে নিজের চেনা মাঠ ইডেন গার্ডেন্সে। ইনিংসের প্রথম ওভারে থেকেই কলকাতার পেসার কিংবা স্পিনারদের উপর তাণ্ডব চালাতে থাকেন সল্ট।