
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচেই বাংলাদেশের বড় হার
খাওয়াজা নাফে, ইয়াসির খান ও আব্দুল সামাদের হাফ সেঞ্চুরির সঙ্গে শেষের দিকে মোহাম্মদ ফাইক ও ইরফান খান নিয়াজীর ক্যামিওতে ২২৭ রানের পুঁজি পায় পাকিস্তান শাহীন্স। বোলারদের মতো দিনটা খারাপ গেছে বাংলাদেশ ‘এ’ দলের বোলারদেরও। মোহাম্মদ সাইফ হাসান ও জিসান আলম ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শাহীন্সের কাছে ৭৯ রানে হেরেছেন নুরুল হাসান সোহানরা।