বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়
আগের ম্যাচেই রংপুর রাইডার্সকে উড়িয়ে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তারা এবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে। আগে ব্যাট করে হাসান ইসাখীলের ঝড়ো ইনিংসে ভর করে ১৮৪ রানের পুঁজি পায় নোয়াখালী। জবাবে খেলতে নেমে ঢাকার ইনিংস থেমেছে ১৪৩ রানে। ফলে ৪১ রানের জয় পায় নোয়াখালী।