বিশ্বকাপের আগে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ জোন্স
যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধি ভাঙার পাঁচটি অভিযোগ এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (২৮ জানুয়ারি) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জোন্সের নিষেধাজ্ঞার খবর নিশ্চিতভাবেই বড় ধাক্কা যুক্তরাষ্ট্রের জন্য।