
নিয়মিত বিপিএলে খেলতে চাই: জোন্স
চলতি বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না অ্যারন জোন্সের। যুক্তরাষ্ট্রের এই ব্যাটার ৬ ম্যাচে মোটে করেছেন ৯২ রান। এই বিপিএলে তার ব্যাটিং গড় মাত্র ১৮.৪০। তার দল সিলেট স্ট্রাইকার্সও ভালো অবস্থানে নেই চলতি আসরে। ৭ ম্যাচে মাত্র ২টিতে জিতে তারা আছে ৬ নম্বরে।