
নিজের ৮ বলে ১২ রানের ইনিংসকেই দুষলেন ধোনি
চেন্নাই সুপার কিংস জয় থেকে মাত্র তিন রান দূরে ছিল, হাতে ছিল তিন বল। শিভম দুবে ইয়াশ দায়ালের নো বলকে ছক্কায় ওড়ানোর পর একটি বল ফ্রি হিটও ছিল। কিন্তু পরের তিনটি বলে কোনো বড় শট খেলতে পারেননি দুবে ও রবীন্দ্র জাদেজা। তিনটি সিঙ্গেলের বেশি কিছুই আসে না। মাত্র দুই রানে হেরে যায় চেন্নাই। যদিও ম্যাচ শেষে হারের দায় নিলেন মহেন্দ্র সিং ধোনি।