
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম রাউন্ডে ২২ রান করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বাঁহাতি ওপেনার করেছেন ১৪ রান। মোহামেডানের অধিনায়কের ব্যর্থতার দিনে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদারও। তবে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়ে মোহামেডানকে জয় এনে দিয়েছেন তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ই পেয়েছে তারকায় ঠাঁসা মোহামেডান।