বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম

ছবি: বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

১০ মার্চ থেকে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম। দিল্লিতে হওয়া ড্রাফটে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে নিয়েছে বাংলাদেশ টাইগার্স। যেখানে অধিনায়ক হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে। বাংলাদেশের দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন সাউথ আফ্রিকার হার্শেল গিবস।
তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
২১ ঘন্টা আগে
তামিম ও আশরাফুল ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
আরিফুল, জিয়াউর, নাঈমরা কদিন আগে বিপিএলেও খেলেছেন। এ ছাড়া এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের অলক কাপালিকে। যেখানে সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি এশিয়ান লিজেন্ডস লিগে খেলবে ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস এবং এশিয়ান স্টারস। যেখানে বাংলাদেশের প্রধান কোচ গিবস, আফগানিস্তানের শিবনারায়ন চন্দরপল এবং এশিয়ান স্টারস দায়িত্ব সামলাবেন মারভান আতাপাত্তু।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।
বাংলাদেশ টাইগার্স- মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।