৩৫ বলে সেঞ্চুরি করে রোহিত-মিলারের পাশে বাংলাদেশের সোহান
আতিক ইকবালের প্রথম দুই বলে রান বের করতে পারেননি হাবিবুর রহমান সোহান। তবে তৃতীয় বলেই ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকালেন ডানহাতি এই ব্যাটার। পরের বলেও একই জায়গায় দিয়ে মারলেন আরেকটি ছক্কা। আতিকের ওভারের শেষ বলেও ছক্কা মেরেছেন তিনি। প্রথম ওভারে তিন ছক্কা মারার পর আর থামেননি সোহান।