নতুন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। এ কারণে ভারতের বিপক্ষে ম্যাচটির আগে মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রাম চান শোয়েব আখতার। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করেই এমনটা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার।
এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের কাছে ৭ উইকেতে হেরেছিল পাকিস্তান। সুপার ফোরে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। এই হারের পর পাকিস্তান দলের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। তবে এবারের আলোচনার কেন্দ্রে ছিল ম্যাচশেষে ভারতীয় খেলোয়াড়দের আচরণ। দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সোজা ড্রেসিংরুমে ফিরে যান সূর্যকুমার যাদবের দল। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটাররা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এশিয়া কাপে আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কাকেই পরিষ্কার ফেভারিট মানছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শুধু এই ম্যাচে নয়, শ্রীলঙ্কাকে আসরের ফাইনালে দেখছেন শোয়েব আখতার, শোয়েব মালিক ও মিসবাহ উল হকরা।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রানও করতে না পারা পাকিস্তানের সামর্থ্য নিয়েই এবার প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। সাবেক এই পেসার মনে করেন, পেস সহায়ক কন্ডিশনে খেলতে নামলেই ধরা পড়ে যাচ্ছে দলের আসল রূপ। তার মতে, এমন ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় দায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এই সিরিজ হারের পর সাবেকদের রোষানলে পড়েছে সালমান আলী আঘার দল। দলটির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
বিতর্কিত মন্তব্য করে ফের আইনি জটিলতায় পড়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক সরকারি টেলিভিশন কর্মকর্তা ডক্টর নৌমান নিয়াজ। প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তা। এমন ঘটনা একটুও ভালো লাগেনি শোয়েব আখতারের।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম দেশটিকে তুলনা করেছেন ওমান-যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে। শোয়েব আখতার অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দুষছেন। ম্যাচের ফলাফল নাকি আগেই জানা ছিল তার!
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ছন্দে আছেন নাহিদ।