তিনি দল নির্বাচন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। পাওয়ার প্লেতে পাকিস্তান সঠিক পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি বলেও দাবি করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার। সেই সঙ্গে পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটিংয়েও পরিকল্পনার ঘাটতি দেখছেন শোয়েব। তাই পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার কড়া সমালোচনা করেছেন তিনি।
শোয়েব বলেন, ‘আমি বুঝি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে! কেন একই ভুল বারবার হচ্ছে? মিডল অর্ডার সাজানোর পেছনে কোনো পরিকল্পনাই দেখি না। এ ছাড়া পাওয়ার প্লেতে কোনো কৌশল নেই। বোলারদেরও সঠিকভাবে ব্যবহার করা হয়নি। লাইন-লেংথ একেবারেই খারাপ ছিল।’
সালমানের অধিনায়কত্বের সমালোচনা করে শোয়েব বলেন, ‘সালমান নিজেই জানে না কীভাবে সে নেতৃত্ব দিচ্ছে। সে দলের দুর্বলতম গুটি। সে আসলেই জায়গা পাওয়ার যোগ্য কি না, সেটা নিয়েই প্রশ্ন আছে। ব্যাট হাতে অবদান নেই, সিদ্ধান্তগুলোতেও ভুলে ভরা।’
পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনকেও এক হাত নিয়েছেন শোয়েব। এই ব্যর্থতার দায় কোচকে দিয়ে শোয়েব বলেন, 'কোচকেই প্রশ্ন করা উচিত- তার মস্তিষ্ক কোথায়? এটা একেবারেই অর্থহীন কোচিং এবং অর্থহীন দল নির্বাচন। আমার বোধগম্য নয়। মনে হচ্ছে আমিই যেন প্রতারক, আমিই কিছু বুঝি না, অথচ আমি ১৫ বছর ক্রিকেট খেলেছি।'
পিসিবি চাইলে পাকিস্তান দলের দায়িত্ব নিতে রাজি শোয়েব। এমনকি ১২জন ক্রিকেটারকে সুপারস্টার বানানোর সক্ষমতা আছে তার এমনটাই জানিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, 'যদি পিসিবি আমাকে দায়িত্ব দেয় এবং পাকিস্তান ক্রিকেটকে উন্নত করার জন্য বলে, আমি তা গ্রহণ করব। যদি তারা আমাকে দায়িত্ব দেয়, আমি এই ১২ জন খেলোয়াড়কে সুপারস্টার বানাবো এবং এরপর আরও ২২,০০০ সুপারস্টার তৈরি করব।'