
পন্টিং অন্যতম প্রিয় খেলোয়াড়, তার কোচিংয়ে খেলার অপেক্ষা করছি: রিশাদ
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না রিশাদের।