promotional_ad

হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ

হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে রিশাদ হোসেন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের লেগ স্পিনার ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উপরের দিকেই আছেন রিশাদ।

promotional_ad

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ১৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন রিশাদ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে এমন পারফর্ম করে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন তিনি। ন্যাশনাল টরেন্টোর হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি ডানহাতি এই লেগ স্পিনার।


আরো পড়ুন

পিএসএলে রিশাদকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স

৫ ঘন্টা আগে
পিএসএলে রিশাদ হোসেনকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স, ফাইল ফটো

পরবর্তী জিম-আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে খেলার কথা থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনায় যাননি রিশাদ।সবশেষ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছিলেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে দল পাওয়া রিশাদের খেলার কথা ছিল হোবার্ট হারিকেন্সের হয়ে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।


promotional_ad

যদিও হোবার্টের হয়ে খেলার স্বপ্ন আবারও সত্যি হতে পারে রিশাদের। এই লেগ স্পিনারকে গ্লোবাল সুপার লিগের জন্য পেতে আগ্রহ প্রকাশ করেছে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দলটি। এরই মধ্যে রিশাদকে পেতে তারা বিসিবির সঙ্গেও যোগাযোগ করেছে। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলার জোর সম্ভাবনা আছে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালেরও।


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ

১০ এপ্রিল ২৫
বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স

সেই দলের হয়েই বিপিএলে খেলেছেন রিশাদ। তবে জিএসএলে খেললে হোবার্টের হয়েই খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পিএসএলে খেলতে থাকা রিশাদ। তিনি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে বলেছেন, 'হোবার্ট হারিকেন্স চাচ্ছে যে আমি তাদের হয়ে জিএসএলে খেলি। আশা করবো সময় সুযোগ বুঝে সব হবে। যদি সুযোগ সুবিধা হয় হোবার্ট হারিকেন্সের হয়েই খেলব ইনশাল্লাহ।'


পিএসএল দিয়ে অবশেষে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হয়েছে রিশাদের। লাহোরের হয়ে এখন পর্যন্ত পারফরম্যান্সে প্রত্যাশাও মিটিয়েছেন তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলে খেলার কথা ছিল লিটন দাসেরও। তবে তিনি চোট পেয়ে পিএসএল থেকে ফিরে এসেছেন। অন্যদিকে পেশোয়ার জালমির হয়ে খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর যাচ্ছেন নাহিদ রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball