ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি দিতে বললেন ক্রীড়া উপদেষ্টা
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির জেরে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মূলত বাংলাদেশের বাঁহাতি পেসারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না প্রতিবেশী দেশটি। এমন অবস্থায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা নিয়েও চারিদিকে প্রশ্ন উঠছে। আসিফ নজরুল মনে করেন, মুস্তাফিজ যেখানে চুক্তি করেও খেলতে পারে সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। এজন্য বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে বিসিবিকে আইসিসিতে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।