
জাতীয় দলে ফেরায় রংপুরের হয়ে খেলা হচ্ছে না নাইমের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে সবচেয়ে বেশি ৫১১ রান করেছিলেন নাইম শেখ। গায়ানায় হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অবশ্য বাঁহাতি ওপেনারের খেলার কথা ছিল রংপুর রাইডার্সের জার্সিতে। তবে বাংলাদেশের ওয়ানডে দলে ফেরায় রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়া হচ্ছে না নাইমের। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।