promotional_ad

১০ জুলাই শুরু হচ্ছে রংপুরের গ্লোবাল সুপার লিগ মিশন

১০ জুলাই শুরু হচ্ছে রংপুরের গ্লোবাল সুপার লিগ মিশন, ফাইল ফটো
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

promotional_ad

সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে দলটি।


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে রংপুর-হোবার্টের সঙ্গী দুবাই ক্যাপিটালস

১৫ মে ২৫
ফাইল ছবি

২০২৫ আসরের ফরম্যাটেও বড় কোনো পরিবর্তন আসেনি। প্রথম আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।


রংপুর রাইডার্স এবারের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে। সৌম্য সরকার এবং কামরুল ইসলাম রাব্বি ছিলেন সেবারের সেরা পারফর্মারদের মধ্যে।


promotional_ad



আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর

১৩ মে ২৫
শিরোপা জেতার পর রংপুর রাইডার্সের ক্রিকেটাররা

সূচি অনুযায়ী, প্রতিটি ম্যাচের ভেন্যু, সময়সূচি ও সম্প্রচার তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা। এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেনস, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।


একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি (লিগ পর্ব):


১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স


১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন


১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস


১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball