
বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখেন না তাসকিন
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। রশিদ খান-মোহাম্মদ নবিদের আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। তবুও ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ। বাংলাদেশের ফাইনাল খেলার অভিজ্ঞতার কারণেই তারা ভয় পাবে বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার।