
এমসিসি সভাপতির দায়িত্বে এড স্মিথ, চেয়ার অব ক্রিকেট মরগান
এক বছরের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন এড স্মিথ। এর আগে গত মে মাসে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তাকে লর্ড কিং অফ লথবারির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে।