promotional_ad

এমসিসির ১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ, চেয়ারম্যান সাঙ্গাকারা

আইসিসির চেয়ারম্যান জয় শাহ (বামে), এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (ডানে)
গত বছরের ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামে’ ছিলেন না বিসিসিআইয়ের তৎকালীন সদস্য সচিব জয় শাহ। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়ার মাস দুয়েকের মাঝে ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডে’ যুক্ত হলেন তিনি। ১৩ সদস্যের নতুন পরামর্শক বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এমসিসির সাবেক চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা।

promotional_ad

২০০৬ সালে প্রথমবার চালু করা হয় এমসিসি ক্রিকেট কমিটি। সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, ক্রিকেট ব্যক্তিত্বদের নিয়ে ক্রিকেটের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন তারা। আনুষ্ঠানিক কোন ক্ষমতা না থাকলেও তাদের সুপারিশের ভিত্তিতে ডিআরএস চালু করা, গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু, ব্যাটের আকার পরিবর্তনসহ বিভিন্ন সুপারিশ করেছেন তারা। 


আরো পড়ুন

বিসিসিআইতে জয় শাহ'র চেয়ারে স্থায়ী হচ্ছেন সাকিয়া

৮ জানুয়ারি ২৫
জয় শাহ (বামে), দেবজিৎ সাকিয়া (ডানে), ফাইল ফটো

তাদের হাত ধরেই এত সব পরিবর্তন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি ক্রিকেট আইসিসির সদস্য সংখ্যা বেড়ে যাওয়ার পর গত বছর ক্রিকেট বৈশ্বিক অবস্থা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এমসিসির আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামে বিশ্বের একশর বেশি ক্রিকেট ব্যক্তিত্ব থাকলেও সেখানে ডাক পাননি বিসিসিআইয়ের তৎকালীন সদস্য সচিব জয় শাহ। নতুন বছর বছরে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পরিধি বাড়িয়েছে এমসিসি। 


‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড’ নামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ৭ ও ৮ জুন লর্ডসে হবে এবারে আয়োজন। নতুন পরামর্শক বোর্ডে সাবেক ক্রিকেটারের পাশাপাশি রাখা হয়েছে বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহী, ক্রিকেট ব্যক্তিত্বদের। অস্ট্রেলিয়া নারী দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মেল জোন্সের সঙ্গে রাখা হয়েছে ইংল্যান্ড নারী দলের বর্তমান অধিনায়ক হেইদার নাইটকে। 



promotional_ad

১৩ সদস্যের পরামর্শক বোর্ডে জয় শাহ ও সাঙ্গাকারার পাশাপাশি আছেন, আনুরাগ দাহিয়া (আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা), ক্রিস দেরিং (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী), সৌরভ গাঙ্গুলি (ভারতের সাবেক অধিনায়ক), সানযোগ গুপ্তা (জিওস্টার স্পোর্টসের প্রধান নির্বাহী), জোন্স (অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার), নাইট (ইংল্যান্ড নারী দলের বর্তমান অধিনায়ক)।


এ ছাড়া ট্রুডি লিন্ডব্লেড (ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী), হিথ মিলস (ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান), ইমতিয়াজ প্যাটেল (সুপারস্পোর্টের সাবেক চেয়ারম্যান), গ্রায়েম স্মিথ (সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক) এবং অ্যান্ড্রু স্ট্রাউস (সাবেক ইংল্যান্ড অধিনায়ক)। পরামর্শক বোর্ডে রাখা হয়নি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডের কাউকে।


ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড- 



কুমার সাঙ্গাকারা, জয় শাহ, সৌরভ গাঙ্গুলি, গ্রায়েম স্মিথ, অ্যান্ড্রু স্ট্রাউস, আনুরাগ দাহিয়া, ক্রিস দেরিং, সানযোগ গুপ্তা, মেল জোন্স, হেইদার নাইট, ট্রুডি লিন্ডব্লেড, হিথ মিলস, এবং ইমতিয়াজ প্যাটেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball