
পুরোনো উত্তাপ ছড়িয়ে ক্রিকেটে ফিরতে চান উমরান
২০২২ সালের আইপিএলে গতিময় বোলিং দিয়ে নজর কাড়েন ভারতের জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা পেসার উমরান মালিক। সেই মৌসুমেই জাতীয় দলে ডাক পান সাদা বলের ফরম্যাটে। তবে দারুণ শুরুটা থেমে যায় একাধিক চোটের কারণে। প্রায় সাত-আট মাস মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।