গতির সঙ্গে আপোষ করতে চান না উমরান
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান পেসার ধরা হতো উমরান মালিককে। গতির ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন তিনি। অভিষেক হয়েছিল জাতীয় দলেও। তবে ইনজুরি, ফিটনেস ও ফর্মের কারণে সেই আলোচনা খুব বেশি দিন স্থায়ী হয়নি।
২০২২ সালের আইপিএলে গতিময় বোলিং দিয়ে নজর কাড়েন ভারতের জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা পেসার উমরান মালিক। সেই মৌসুমেই জাতীয় দলে ডাক পান সাদা বলের ফরম্যাটে। তবে দারুণ শুরুটা থেমে যায় একাধিক চোটের কারণে। প্রায় সাত-আট মাস মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে না উমরান মালিকের গতির ঝড়। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে।