রিশাদকে ইংল্যান্ডে খেলাতে চান বিলিংস
ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে খেলেন স্যাম বিলিংস। একই দলের জার্সিতে রিশাদ হোসেনকে খেলাতে চেয়েছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার। গত মৌসুমে চেষ্টা করলেও বাংলাদেশের লেগ স্পিনারকে নিতে পারেননি তিনি। কেন্টের অধিনায়ক হওয়ায় আগামী আসরে রিশাদকে পাওয়ার আশায় বুক বাঁধছেন বিলিংস।