এখনও প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম তিন মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে মেগা নিলামের আগে ডানহাতি ব্যাটারকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ। রাহুলের জায়গায় রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক!
লিটন দাসের হাফ সেঞ্চুরি এবং থিসারা পেরেরার ক্যামিওতে ছয় উইকেটে ১৯৬ রান তোলে ঢাকা ক্যাপিটালস। জবাবে রনি তালুকদারের ৪৪ বলে ৬৮ এবং জাকের আলীর ১৩ বলে ২৮ এবং আরিফুল হকের ১৩ বলে ২৯ রানের ইনিংসের পরও ঢাকার বিপক্ষে ছয় রানে হেরেছে সিলেট। ঢাকার এই জয়ে কাগজে-কলমে এখনও টিকে আছে সবগুলো দলের প্লে-অফ খেলার সম্ভাবনা। ঢাকা ও সিলেট দুই দলই জিতেছে দুটি করে ম্যাচে। পয়েন্ট টেবিলে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকলেও কাগজে কলমে এখনও প্লে-অফে খেলতে পারবে দল দুটি।
মোহাম্মদ নাওয়াজের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ক্যাচ চলে যায় আফিফ হোসেনের হাতে। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। আফিফের ক্যাচ মিসে মাত্র ৭ রানে জীবন পান বিজয়। জীবন পেয়ে সেটা পুরোপুরি কাজেও লাগিয়েছিলেন দুর্বার রাজশাহী অধিনায়ক। তবে দলকে জয় এনে দিতে পারেননি।
মাঠে বাড়তি জায়গা থাকার পরও চার-ছক্কা বাড়ানোর আশায় বাউন্ডারি সীমানা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট মাঠ পেয়ে ব্যাটাররা মনে আনন্দে চার-ছক্কার আনন্দে ভেসেছেন। তবে মিরপুরের পর সিলেটেও একই চিত্র দেখে বিষয়টি একেবারেই ভালো লাগে তামিম ইকবালের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসেও বাউন্ডারি সীমানা বড় করার পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের পরামর্শের পর চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারি সীমানা। ফলে ব্যাটারদের দাপট কমেছে আর বেড়েছে বোলারদের আধিপত্য। রিপন মণ্ডল মনে করেন, বাউন্ডারি সীমানা বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে।
পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন দাভিদ মালান। জাতীয় দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স। বিপিএল ও ডিপিএল খেলে আজকের মালান হয়ে ওঠায় বাংলাদেশের টুর্নামেন্টগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ফরচুন বরিশালের রিশাদ হোসেন। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রংপুরের হয়ে গায়ানায় খেলতে গিয়ে ডানহাতি লেগ স্পিনারের কপাল খুলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা জানিয়েছেন, জিএসএলে প্রথম দেখাতেই রিশাদকে মনে ধরে তাদের। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স ও বরিশালের হয়ে শাহীন আফ্রিদির সঙ্গে খেলা বিবেচনায় নিয়ে রিশাদকে দলে নিয়েছে লাহোর।
জাতীয় দলের জার্সিতে পাওয়া চোটে বিপিএলের অর্ধেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে সৌম্য সরকারকে। মাঠের ক্রিকেটে ফিরতে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। অনুশীলনে ফিরলেও এখন পর্যন্ত ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। রংপুর ৮ ম্যাচ খেলে ফেললেও সৌম্য কবে নাগাদ ফিরবেন সেটার নিশ্চয়তা নেই। তবে তাড়াহুড়ো করে নিজের বিপদ বাড়াতে চান না তিনি।
বিপিএলের মাঝ পথে এসেও পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেরা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় সিলেটের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন ক্রিকেটাররা। ফলে হিসেবে সিলেটের বিপক্ষে বড় জয়ও পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচসেরা হয়ে সানজামুল নিজেও জানালেন, ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা।
তামিম ইকবালকে আউট করতে ফেইক ফিল্ডিং করেছিলেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের ব্যাটারের এমন কাণ্ডে মেজাজ হারিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তামিম। যদিও ফরচুন বরিশালের অধিনায়কের কথায় মন খারাপ করেননি সাব্বির। ডানহাতি ব্যাটার জানান বড় ভাই বকা দিতেই পারে, ছোট ভাই হিসেবে তা মেনে নিতে হবে। সেই সঙ্গে তামিমের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন সাব্বির।
মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারানোয় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে জেতাটা সহজ ছিল না চিটাগং কিংসের জন্য। জিততে হলে শেষ ১৮ বলে ৪৮ রান করতে হতো স্বাগতিকদের। এমন সমীকরণ যখন মেলাতে হবে তখন উইকেটে ছিলেন শামীম হোসেন। তবে তাকে সঙ্গ দেয়ার মতো বিশেষজ্ঞ কোন ব্যাটার ছিল না। তবে শামীম উইকেটে থাকায় তখনও জয়ের স্বপ্ন দেখছিলেন চিটাগংয়ের সমর্থকরা।