পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকে অসাধারণ এক সেঞ্চুরি করে দল জিতিয়েছেন ইশান কিশান। নান্দনিক ভঙ্গিমায় সেঞ্চুরি তুলে নিলেও চাপের কথা অস্বীকার করেননি ইশান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতিয়ে জানালেন, পুরো ইনিংসের সময়ই চাপে ছিলেন তিনি।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নূর আহমেদকে দশ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠ চিপকের ধীরগতির উইকেটে নূর অসাধারণ কিছু করবেন, এমনটাই ছিল প্রত্যাশা। আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচেই ঝলক দেখান নুর, হন ম্যাচসেরাও। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও তাই মনে করিয়ে দিলেন, চেন্নাইতে 'এক্স-ফ্যাক্টর' নূর।
আইপিএলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের ১০ দলের অধিনায়ক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল।
শেষ ওভারে জয় পেতে ৪ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। বোলিংয়ে আসেন মিচেল স্যান্টনার। প্রথম বলেই পুল করে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে চেন্নাইকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন রাচিন রবীন্দ্র। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএলে শুভ সূচনা পেয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।
অভিষেক শর্মা ফিরলেও রাজস্থান রয়্যালসের পেসারদের উপর তাণ্ডব চালাতে থাকেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনারের সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন ইশান কিশানও। হাফ সেঞ্চুরিয়ান হেড ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে ২৮৬ রানের পুঁজি এনে দিয়েছেন তিনি। হায়দরাবাদের হয়ে অভিষেকে নিজেও করেছেন বিধ্বংসী এক সেঞ্চুরি। ইশান, হেড, নীতিশ রেড্ডি ও ক্লাসেনদের ঝড়ো ব্যাটিংয়ে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান পায় হায়দরাবাদ।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মহেন্দ্র সিং ধোনি সবশেষ ভারতের হয়ে খেলেছেন ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া উইকেটকিপার ব্যাটার খেলছেন না ঘরোয়া ক্রিকেট। তবে সবশেষ কয়েক বছর ধরেই নিয়মিত আইপিএল খেলছেন তিনি। পুরো বছরে মাত্র আড়াই মাস ক্রিকেট খেললেও ৪৩ বছর বয়সী ধোনির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে বারণ করছেন সুনীল গাভাস্কার।
এসিএলের মতো ভয়ঙ্কর চোটে আক্রান্ত মহসিন খান। এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর খেলা হচ্ছে না এই পেসারের। তার বদলে শার্দুল ঠাকুরকে দলে নিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ ওভারে ১০৭ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৪ রানেই থামতে হয় তাদের। জবাবে মাত্র ১৬.২ ওভারে ম্যাচটি জিতে নেয় বেঙ্গালুরু। ম্যাচ হারের পর, দুইশ করতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন কলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে।
৪৩ বছর পেরিয়ে গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ছাড়লেও এখনো অবসরের ঘোষণা দেননি এই উইকেটরক্ষক। এবারের আইপিএলেও অবশ্য অবসর ভাবনার কথা জানাননি ধোনি। হুইলচেয়ারে থাকলেও চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ঘোষণা দিলেন তিনি।
গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেয়া হয়েছিল ফিল সল্টকে। সেই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন সল্ট। এবার অবশ্য মেগা নিলামের আগেই ইংলিশ এই ওপেনারকে ছেড়ে দেয় কলকাতা। নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই জেতালেন সেই সল্ট!
আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় ইডেন গার্ডেন্সকে বেশ ভালোভাবেই চেনেন ফিল সল্ট। চারশর বেশি রান করে কলকাতার শিরোপা জয়েও অবদান রেখেছিলেন ইংলিশ ওপেনার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে শুরুটা হয়েছে নিজের চেনা মাঠ ইডেন গার্ডেন্সে। ইনিংসের প্রথম ওভারে থেকেই কলকাতার পেসার কিংবা স্পিনারদের উপর তাণ্ডব চালাতে থাকেন সল্ট।