promotional_ad

আইপিএল শেষ মহসিনের, লক্ষ্ণৌতে শার্দুল ঠাকুর

শার্দুল ঠাকুর (বামে) ও মহসিন খান (ডানে), ফাইল ফটো
এসিএলের মতো ভয়ঙ্কর চোটে আক্রান্ত মহসিন খান। এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর খেলা হচ্ছে না এই পেসারের। তার বদলে শার্দুল ঠাকুরকে দলে নিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

promotional_ad

মহসিন ছিটকে গেলে বিকল্প হিসেবে শার্দুলকে আরও আগে থেকেই ভেবে রেখেছিল লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। কেননা চোটের কারণে এবারের আইপিএলের প্রথম ভাগে খেলতে পারবেন না দলটির আরেক পেসার মায়াঙ্ক যাদবও।


আরো পড়ুন

আইপিএলে দল না পেয়ে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন শার্দুল

২৮ মার্চ ২৫
৩৪ রানে চার উইকেট নেন শার্দুল ঠাকুর, ফাইল ফটো

মূলত পিঠের নিচের অংশের বা স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসার। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে আছেন মায়াঙ্ক। আর তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি।



promotional_ad

মহসিনও আছেন বেঙ্গালুরুতে। মায়াঙ্ক ফিট হলে হয়ত মহসিনের বিকল্প খুঁজতো না দলটি। কিন্তু দলের দুই গুরুত্বপূর্ণ পেসার একসঙ্গে চোটে পড়ায় শার্দুলকে দলে টানতে একরকম বাধ্য হয় লক্ষ্ণৌ। দলটির প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচটি বিশাখাপত্তনমে। শার্দুলকে তাই মহসিন ছিটকে পড়ার আগেই বিশাখাপত্তনমে যেতে বলা হয়। 


আরো পড়ুন

মহসিনের চোটে কপাল খুলতে যাচ্ছে শার্দুলের

২১ মার্চ ২৫
শার্দুল ঠাকুর (বামে) ও মহসিন খান (ডানে), ফাইল ফটো

লক্ষ্নৌর টিম ডিরেক্টর জহির খান অবশ্য কদিন আগেও পেসারদের ইনজুরি নিয়ে বেশি কিছু বলেননি, 'দলে কয়েকজনের চোট রয়েছে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু ক্রিকেটার এনসিএ-তে রয়েছে। ফিজ়িওদের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন তাদের নিয়ে কিছু বলা ঠিক হবে না।'



শার্দুল দলে যোগ দেয়ায় পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই। তার সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ়ের শামার জোসেফ। লক্ষ্ণৌ দলে তিনিই একমাত্র বিদেশি পেসার। দলে রাজবর্ধন হাঙ্গারেকার এবং প্রিন্স যাদবের মতো তরুণ পেসারেরাও আছেন।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball