
আরিয়া এবারের আইপিএলের সেরা আবিষ্কার: পন্টিং
এবারের আইপিএলে ফর্মের তুঙ্গে আছেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়া। দুজনই আছেন আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে। এই দুই ওপেনারের প্রশংসা করেছেন পাঞ্জাব দলের প্রধান কোচ রিকি পন্টিং।
এবারের আইপিএলে ফর্মের তুঙ্গে আছেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়া। দুজনই আছেন আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে। এই দুই ওপেনারের প্রশংসা করেছেন পাঞ্জাব দলের প্রধান কোচ রিকি পন্টিং।
শঙ্কা থাকলেও অল্প বৃষ্টির পর প্রায় এক ঘণ্টা দেরিতে মাঠে গড়িয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি। যদিও ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচটি শেষ হতে পারেনি ফ্লাডলাইট বিভ্রাটের কারণে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে ভিন্ন এক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে।
দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্বের প্রভাব পড়ল পাকিস্তান ক্রিকেট লিগেও। শুরুতে পুরো আসর করাচিতে সরিয়ে নেয়ার ভাবনা থাকলেও বিদেশি ক্রিকেটারদের প্রস্তাবে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রিয়ানশ আরিয়া আউট হয়ে যাওয়ার পর আচমকা নিভে গেলে স্টেডিয়ামের ফ্লাডলাইট। কিছুটা সময় অপেক্ষা করা হলেও নিরাপত্তাজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। দুই দলের ক্রিকেটারদের দ্রুতই মাঠ ছাড়ার পরামর্শ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ ছাড়া স্টেডিয়ামও খালি করতে বলা হয়েছে।
সামনেই বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর। কদিন আগেই এই সিরিজ দুটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলও ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে।
রাওয়ালপিন্ডিতে করাচি কিংসের বিপক্ষে খেলার কথা ছিল নাহিদ রানার পেশাওয়ার জালমির। তবে স্টেডিয়াম সংলগ্ন ফুড স্ট্রিটের একটি ভবনে ড্রোন হামলা হওয়ায় ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। তবে ম্যাচটি কবে নাগাদ, কোথায় অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।
গত ৭ মে রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে ভারত। যার নাম দেয়া হয়েছে 'অপারেশন সিঁদুর'। ভারতের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত এই অভিযান চালিয়েছে। এরপর পাকিস্তানও ভারতের বেশ কয়েকটি জায়গা পাল্টা আক্রমণ করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ মুহূর্তে রাজস্থান রয়্যালসে যুক্ত হলেন সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। চোটে পড়া নীতিশ রানার বদলি হিসেবে ১৯ বছর বয়সী এই কিপার-ব্যাটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই আট উইকেট নেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য একটানা তিনটি ম্যাচে খেলা হয়নি তার। এরপর একটি ম্যাচে সুযোগ পেয়ে নেন আরো এক উইকেট। এবার তাকে বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটেও দেখতে চান মুশতাক আহমেদ।
নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন গত ২৭ এপ্রিল। এরপর তার দল পেশাওয়ার জালমি ম্যাচ খেলেছে তিনটি। তবে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই ফাস্ট বোলার। মূলত লুক উডের কারণে সুযোগ পাচ্ছেন না নাহিদ, এমনটা মনে করেন পেশাওয়ার জালমির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রতি আইপিএলের মতো চলতি মৌসুম জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিলেন—এ মৌসুম শেষেই বিদায় নয়! গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন ধোনি, অবসর নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে শেষ ছয় বলে প্রয়োজন আট রান। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ডিপ মিড উইকেটে ছক্কা মারেন ধোনি। পরের বলে রান না নিলেও তৃতীয় বলে এক্সট্রা কাভারে ঠেলে এক রান নেন ধোনি। জিততে তখন দরকার তিন বলে এক রান। স্ট্রাইক পেয়েই মিড অনে চার মেরে দল জেতান তরুণ পেসার আনশুল কামবোজ। ১৮০ রান তাড়া করতে নেমে কলকাতাকে দুই উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস।