‘টি-টোয়েন্টিতে আমাকে আরো উন্নতি করতে হবে’, ৭৫৯ রানের পর সুদর্শন

আইপিএল
‘টি-টোয়েন্টিতে আমাকে আরো উন্নতি করতে হবে’, ৭৫৯ রানের পর সুদর্শন
আসরে ৭৫৯ রান করেছেন সাই সুদর্শন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের এবারের আসরে দলীয়ভাবে সাফল্য ধরা না দিলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল সাই সুদর্শন। গুজরাট টাইটান্স এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বাঁহাতি এই তরুণ ব্যাটার। আসরে এখনও পর্যন্ত তিনিই শীর্ষ রান সংগ্রাহক।

শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪৯ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুদর্শন। ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন গুজরাট ততক্ষণই লড়াইয়ে ছিল। তবে শেষ পর্যন্ত দলটি হারে ২০ রানে।

ম্যাচ শেষে সুদর্শন বলেন, 'দেশের জন্য খেলা যে কারও জন্যই অবশ্যই স্বপ্নের মতো। আমার অবশ্যই ভালো লাগবে খেলতে পারলে। তবে আমি এখনই ওসব ভাবছি না। কারণ, এই মৌসুমের কথা যদি বলুন, টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে আমাকে আরো অনেক উন্নতি করতে হবে।'

আইপিএলের এবারের আসরে ১৫ ইনিংসে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরিতে সুদর্শনের রান ৭৫৯। ব্যাটিং গড় ৫৪.২১, স্ট্রাইক রেট ১৫৬.১৭। গত মৌসুমেও তিনি করেছিলেন ৫২৭ রান। তবুও নিজেকে নিয়ে তার ভাবনা আত্মসমালোচনামূলক।

আন্তর্জাতিক পর্যায়ে জায়গা পেতে হলে আরো অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তিনি, 'আবার টি-টোয়েন্টিতে নামার আগে খেলাটির অনেক দিক আছে, অনেক ক্ষেত্র আছে, যেখানে আমার উন্নতি প্রয়োজন। আমি সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। যখন সুযোগ পাব, তখন অবশ্যই নিজের সেরাটা দিতে চাইব।'

এবারের আইপিএলে গুজরাট বেশির ভাগ সময় ছিল পয়েন্ট তালিকার ওপরের দিকেই। কিন্তু শেষদিকে ছন্দ হারিয়ে প্লে-অফে চাপে পড়ে যায় দলটি। সুদর্শন নিজেও উপলদ্ধি পারছেন সেই হতাশার যন্ত্রণা।

'ভালো লাগছে, যে ভালো একটি মৌসুম কেটেছে আমার বা দলের জন্য যথেষ্ট ধারাবাহিক হতে পেরেছি। তবে আসল কাজটা শেষ করতে না পারলে বাড়ি ফিরে চূড়ান্ত তৃপ্তি পাওয়া যায় না। প্রথম ১২-১৩ ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, দল হিসেবে এবং বাইরে থেকেও তা দারুণ ছিল।'

আরো পড়ুন: সাই সুদর্শন