২৭ নভেম্বর শুরু হচ্ছে এলপিএল
২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সীমা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সীমা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
গৌতম গম্ভীর সরে যাওয়ার পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন জহির খান। ভারতের সাবেক পেসারকে সরিয়ে ভরত অরুণকে দায়িত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচের পাশাপাশি বছরজুড়ে লক্ষ্ণৌর স্কাউটিং ও তরুণ পেসারদের নিয়ে কাজ করবেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি লক্ষ্ণৌ। তবে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখনো খেলাটাকে মনেপ্রাণে উপভোগ করছেন সাকিব। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলে এসে এমনটাই জানিয়েছেন নুরুল হাসান সোহান। সাকিবের বিপক্ষে জিএসএলে খেলেছিলেন সোহান।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
চতুর্থ মৌসুম শুরুর আগে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্স দলটি নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিয়োগ দিয়েছে। তিনি জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি প্রথম তিনটি মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
সাউথ আফ্রিকার এসএ২০ লিগের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ। সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারলেও রানার্স আপ হয়েছে তারা। টুর্নামেন্টের প্রথম তিন আসরেই সানরাইজার্সের অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। তবে নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সাউথ আফ্রিকান এই অলরাউন্ডার।
১৭ বছর ধরে আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে ২০২৫ আসরে শিরোপা জিতে নিয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের অন্যতম নির্ভরতার নাম ছিলেন বিরাট কোহলি। শুধু ব্যাট হাতে নয়, ড্রেসিংরুমেও দলের কৌশলগত দিকগুলোতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত খেলে যাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। একটা সময় মজার ছলে অনেকে বিপিএলকে ‘বাংলাদেশ-পাকিস্তান লিগ’ও বলতেন। মিসবাহ-উল-হক, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা ছিলেন বিপিএলের নিয়মিত।
রংপুরের সামনে গ্লোবাল সুপার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। জবাবে খেলতে নেমে রংপুরের ইনিংস থেমেছে ১৬৪ রানে।
ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স। নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় উদযাপনে ‘ভিক্টরি প্যারেড’ আয়োজন করে ফ্র্যাঞ্চাইজি। তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হওয়া এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়েছে। পুলিশের অনুমতি না নিয়ে এত মানুষের সমাগমে শিরোপা উদযাপন করায় শুরু থেকেই বেঙ্গালুরুকে দায়ী করে আসছে কর্ণাটক সরকার। শেষ পর্যন্ত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত।