প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে অ্যান্টিগা। জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে ত্রিনবাগোর ইনিংস।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। দীর্ঘ ১৪ বছর পাড়ি দিলেও বৈশ্বিক পরিমণ্ডলে এখনও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এর জন্য টুর্নামেন্টের আয়োজকদের দুষছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি এরই মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে ক্রিকেট মহলে। এবার আয়োজকরা এই টুর্নামেন্টটিকে আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন। এমনটাই নিশ্চিত করেছেন এসএ টোয়েন্টির টুর্নামেন্ট কমিশনার গ্রায়েম স্মিথ।
দীর্ঘ ১৮ বছর আক্ষেপ ঘুচিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকের জল্পনা কল্পনা করছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো বেঙ্গালুরুর ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠেছে। তবে এমনটা হয়নি। উল্টো আইপিএলের এই দলটির রাজস্বে ধস নেমেছে।
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে সই করানো হয়। এই প্রসঙ্গেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্য ঘিরে। চেন্নাইয়ের এই স্পিনার দাবি করেন অন্য দলগুলোর চেয়ে বেশি টাকা দিয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল তার দল।
ভেজা মাঠের কারণে দেড় ঘণ্টা পর টস করতে নামতে হয়েছিল সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফেলকন্সের মধ্যকার ম্যাচটির। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। এই ম্যাচেও সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। এমন অভিযোগের জেরেই সবশেষ কয়েকটি সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। এমনকি সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপেও সুযোগ মেলেনি ডানহাতি এই ব্যাটারের। মাইক হেসন নিশ্চিত করেছেন, দলে ফিরতে বাবরকে খেলার ও স্ট্রাইক রেটে উন্নতি করার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল এক মৌসুমই খেলা হয়েছে সন্দীপ লামিচানের। সময় সুযোগ হলে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে চান নেপালের এই লেগ-স্পিনার।
সিপিএলে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের সঙ্গেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মতো বোলিংয়েও এবারও এক ওভারের বেশি সুযোগ মেলেনি তাঁর। নিজের করা একমাত্র ওভারে চার-ছক্কায় দিয়েছেন ১৪ রান, ছিলেন উইকেটশূন্য। বোলিংয়ের মতো ব্যাটিংটাও যুঁতসই হয়নি সাকিবের।