আইপিএলে বদলে যাচ্ছে কোহলির বেঙ্গালুরুর ঘরের মাঠ
গত ১৭ বছরে প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিয়ম অনুযায়ী পরের আসরের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে গত বছরের পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর বদলে যাচ্ছে সেই পরিকল্পনা।