
কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়
বিরাট কোহলি চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ফর্মের আবারও ধারাবাহিকতা দেখা গেল। কোহলি এদিন অপরাজিত হাফ সেঞ্চুরি করে বেঙ্গালুরুকে ৯ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন।
বিরাট কোহলি চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ফর্মের আবারও ধারাবাহিকতা দেখা গেল। কোহলি এদিন অপরাজিত হাফ সেঞ্চুরি করে বেঙ্গালুরুকে ৯ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন।
ব্যাক্তিগত ২৮ রানেই আউট হয়ে যাচ্ছিলেন! কিন্তু ভাগ্য সুপ্রসন্নই ছিলো অভিষেক শর্মার। বেঁচে যান নো বলের কারণে। 'জীবন' পেয়ে সেটিকে আর হাতছাড়া করেননি অভিষেক। ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদও জিতে তার সেই ইনিংসে। সেঞ্চুরি হাঁকিয়ে পকেট থেকে একটি চিরকুট বের করেন অভিষেক। যেখানে লিখা, 'এটা অরেঞ্জ আর্মির জন্য'। এই চিরকুট নাকি অভিষেক পকেটে নিয়ে ঘুরছেন গত ছয়টি ম্যাচ ধরেই।
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেন। এমন বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়েও আইপিএলের চলতি আসরে একের পর এক ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামের পর যে দলটাকে নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আইপিএলে ৩০০ করবে। সেই দলটাই কিনা ব্যাটিং নিয়ে ধুঁকছে।
ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন শাই সুদর্শন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও সেই ফর্ম টেনে এনেছেন গুজরাট টাইটান্সের এই ব্যাটার। এদিন ৩৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১২ ওভারেই ১২০ রান যোগ করে ফেলে গুজরাট।
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের সামনে রীতিমতো উড়ে গেছে চেন্নাই সুপার কিংস। ৫৯ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষে জানা গেল, নিজেদের পুরোনো ক্রিকেটারদের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে দলটি।
রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তার নেতৃত্বে ভাগ্য বদলায়নি পাঁচবারের শিরোপাজয়ী দলটির। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসে আট উইকেটে হেরেছে দলটি। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারদের সামনে এ দিন দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন লোকেশ রাহুল। ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে ছয়টি ছক্কা ও সাতটি চারের মার মেরেছেন তিনি। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না দিল্লি।
অক্ষর প্যাটেল যখন আউট হয়ে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের রান তখন ৪ উইকেটে ৫৮। ম্যাচ জিততে হলে তখনও ৬৮ বলে ১০৬ রান করতো হতো সফরকারীদের। লোকেশ রাহুল ও ট্রিস্টিয়ান স্টাবস উইকেটে থাকলেও কাজটা একেবারেই সহজ হওয়ার কথা ছিল না। শুরুতে জীবন পাওয়া রাহুল একপ্রান্ত আগলে রেখে দিল্লিকে টানলেন। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন সাউথ আফ্রিকান স্টাবস। রাহুল যখন ইয়াশ দয়ালের লো ফুলটস ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে শেষ করলেন তখন তিনি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেই আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সেরে ওঠায় উইকেটকিপার ব্যাটার হিসেবেই খেলতে হয়েছে তাকে। পাঞ্জাব কিংসের বিপক্ষেও চিত্র ছিল একই। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে আইপিএল থেকে ছিটকে গেছেন রুতুরাজ। ডানহাতি ব্যাটারের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে ধোনিকে দায়িত্ব দিয়েছে চেন্নাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জস বাটলার। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ছিল অনেক জল্পনা কল্পনা। ইংল্যান্ড অবশ্য হ্যারি ব্রুকের কাঁধে সীমিত ওভারের নেতৃত্ব তুলে দিয়েছে। আগামী মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। হারের পর জরিমানার কবলে পড়েছেন দলটির অধিনায়ক সাঞ্জু স্যামসন। স্লো ওভার রেটের কারণে তাকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।