
‘শিরোপা জিততে চাইলে বেঙ্গালুরুকে সেরা দুইয়ে থাকতে হবে’
১০ ম্যাচে ৭ জয়, ৩ হার! ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাতে এখনো চার ম্যাচ বাকি থাকায় সেরা চারে যাওয়ার দুয়ারে রয়েছেন বিরাট কোহলি-রজত পাতিদাররা। প্লে-অফ নিয়ে খুব বেশি অনিশ্চয়তা না থাকলেও আকাশ চোপড়ার মতে, আইপিএলের শিরোপা জিততে চাইলে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলতে হবে বেঙ্গালুরুকে।