
ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে আছি, এখন সবকিছুই স্পেশাল: মুশফিক
মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত দুজনেই একই গতিতে খেলেছেন। দুজনই একই সঙ্গে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। এই দুজনের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে গল টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান করেছে বাংলাদেশ। মুশফিক এবং শান্ত দুজনই সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।