বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ! কয়েক দিন আগে আইসিসিকে জানানো সেই অবস্থানে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।