মনে রাখার মতো কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান বিসিবি সভাপতি বুলবুল
১৯৯৯ বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। বছর চারেক পর ২০০৩ সালে ক্রিকেট ছাড়া ডানহাতি ব্যাটার পরবর্তীতে যোগ দিয়েছিলেন কোচিংয়ে। বুলবুল যখন ক্রিকেট ছাড়েন তখন টি-টোয়েন্টির আবির্ভাবই হয়নি। অথচ বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯ ওয়ানডে ও ১৩ টেস্ট খেলা বুলবুল বিসিবির সভাপতি হিসেবে খেলতে চান কুইক টি-টোয়েন্টি ইনিংস। সভাপতি হিসেবে মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।