
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম হার
প্রথম ম্যাচেই আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে জয়ে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের ম্যাচে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমরা হারিয়েছেন স্বাগতিক জিম্বাবুয়েকেও। টানা দুই জয়ে শীর্ষে থাকা বাংলাদেশ প্রথম হারের স্বাদ পেয়েছে সাউথ আফ্রিকার কাছে। দ্বিতীয় দেখায় নিজেদের ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। তিন ম্যাচের একটিতে হেরে দুইয়ে নেমে গেছে সফরকারীরা।