ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ছবি: ব্যাটিংয়ে আবারও বাংলাদেশের হতাশা
অথচ সেই ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতাই ডোবাল বাংলাদেশকে। ফাহমিদা ছোঁয়া, মোসাম্মত ইভা, সাদিয়া ইসলাম, সুমাইয়া, আফিয়া আশিমরা ইরার মতো ব্যাটাররা এলেন আর গেলেন। দলের হয়ে সর্বোচ্চ ২১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমাইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন জান্নাতুল মাওয়া।
টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই
৩ ঘন্টা আগেবাংলাদেশের ৬৪ রানের পুঁজির দিনে সাত ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়ায় কাজটা সহজই হওয়ার কথা ছিল ভারতের। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে গঙ্গাদি তৃষার ব্যাটে ভারত জয় পেয়েছে মাত্র ৭.১ ওভারে। ৮ উইকেটের বড় জয়ে সুপার সিক্সের গ্রুপ-ওয়ান থেকে সেরা চার নিশ্চিত করেছে তারা।
ভারতের সেরা চার নিশ্চিত করার দিনে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তাদেরকে হারালেও ৪ পয়েন্টের বেশি হবে না তাদের। এদিকে সমান পয়েন্ট নিয়ে ভারত ও অস্ট্রেলিয়া সবার উপরে থাকায় তারই কোয়াালিফাই করেছে।
টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডের হতাশা ভুলতে চায় বাংলাদেশ
৪ ঘন্টা আগেজয়ের জন্য ৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন তৃষা ও জি কমোলিনি। তাদের দুজনের ব্যাটে শুরুটা ভালো হলেও কমোলিনিকে ফিরিয়ে জুটি ভাঙেন আনিসা আক্তার সোবা। দারুণ ব্যাটিং করা তৃষা হাফ সেঞ্চুরি পাওয়ার আগে তাকে বিদায় করেছেন হাবিবা ইসলাম পিংকি। এরপর নিকি প্রসাদ ও সাইকা চাল্কে মিলে ভারতের জয় নিশ্চিত করেছে।