মুশফিকের অধিনায়কত্ব কেড়ে নেয়া উচিত হয়নিঃ বুলবুল

ছবি:

মুশফিকুর রহিমের টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত হয়নি বলে মনে করছেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এজন্য অবশ্য ক্রিকবাজকে নিজের যুক্তিও উপস্থাপন করেছেন তিনি। দীর্ঘ এক সাক্ষাৎকারে জানিয়েছেন,
'আমার মনে হয়না যে এটা খুব পরিকল্পিত কোনও সিদ্ধান্ত। টেস্টে মুশফিকের অধীনে দল জিততে শুরু করেছিলো আর মুশফিকও সবার সাইকোলজি ধরতে যাচ্ছিলো বা সবকিছু সাজাতে শুরু করেছিলো। কিন্তু তখনই তাকে নামিয়ে দেওয়া হল।
'আবার কোচ হাথুরুসিংহেও সব গুছিয়ে আনছিলেন। শ্রীলঙ্কায় এই দুজনের জুটি ভালোই করছিলো। তাই আফ্রিকা সিরিজের ব্যর্থতায় হাথুরু যখন বিদায় নিলো তারপরে মুশফিককে নামিয়ে দেওয়া ঠিক হয়নি। কেননা সে এতদিনে ক্রিকেটারদের থেকে আসল খেলাটা বের করে আনার বিষয়টি ভালোভাবেই বুঝে গিয়েছিলো।'

অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় মুশফিকের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন বুলবুল। একইসাথে মুশফিকের সমালোচকদেরও কড়া জবাব দিয়েছেন বুলবুল। জানিয়েছেন,
'টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে ধৈর্য ধরাটা জরুরী। এই মুশফিককে তার রক্ষণাত্মক মনোভাব নিয়ে দল পরিচালনা করার জন্য কত কথা শুনতে হয়েছে! কিন্তু আমরা ভুলে গেছি যে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাথে তিন দিনে টেস্ট জিতেছিল বাংলাদেশ।
'এছাড়াও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রভাব তার ব্যাটিংয়ে কিছুটা হলেও পরতে পারে। আর তাই যদি হয়, তাহলে আমাদের জন্য তা মারাত্মক অসুবিধার কারণ হবে। আমাদের এমন কিছু করা উচিত না যেন তার ব্যাটিং ক্ষতিগ্রস্ত না হয়।'