হারের কারণ ব্যাখ্যায় ভারতের সহ-অধিনায়ক

ছবি:

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে ভারত, দাবী করছেন দলের ওপেনার শিখর ধাওয়ান। দুই দলের খেলার পার্থক্যটা ম্যাচশেষে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।
'প্রথম ছয় ওভারেই আমরা ম্যাচ থেকে ছিটকে পরি। ছয় ওভার পরে তারা খুব বেশি আগ্রাসী ভঙ্গিতে খেলেনি। আর উইকেটও অনেকটা মন্থর গতির হয়েছিলো। স্পিনাররা সুবিধা করতে পারেনি। প্রথম দুই ওভারে তারা আমাদের দুই উইকেট নিয়েছে।

'তখনই আমরা ভেঙ্গে পরি। তবে আমি চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলতে, যদি উইকেট যদি না পড়তো আমরা আরও বেশি আক্রমণাত্মক খেলতে পারতাম। তাই আমার কাছে মনে হয়েছে পাওয়ার প্লে তে আমরা ১০ রান কম করেছি, আমরা সাধারণত যে রানটা করি তার থেকে।'
এদিকে ম্যাচে ৪৯ বলে ৯০ রান করা শিখর ধাওয়ানের সঙ্গে সহমত প্রকাশ করেছেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। ম্যাচে ৩৭ বলে ৬৮ রান করা কুশলের ইঙ্গিতও পাওয়ার প্লে কেন্দ্রিক।
'প্রথম ছয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করা দরকার ছিল আমাদের। ১৭৫ রান অতিক্রম করার জন্য অমন শুরুর দরকার ছিল। ঐ রকম শুরুর পরে বাকী কাজটা সহজ হয়ে যায়। আসলে এটাই ম্যাচে দারুণ প্রভাব ফেলেছে।'