promotional_ad

কোচ ইস্যুতে তামিম-সাকিবদের ভিন্ন মত

promotional_ad

কে হবে সাকিব-তামিম-মাশরাফিদের কোচ? দক্ষিণ আফ্রিকা সিরিজের পর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কচ্ছেদ হয়।  এরপর দেশের ক্রিকেট পাড়ায় টাইগারদের কোচ ইস্যুটি এখন গরম খবর। 


তবে, দেশের ক্রিকেট অভিভাবকরা বেশ কয়েকজন বিদেশি কোচকে পছন্দের তালিকায় রেখেছেন। তাদের মধ্যে রিচার্ড পাইবাস, ফিল সিমন্স, জিওফ মার্শ ও রিচার্ড হ্যালসল নাম শোনা যাচ্ছে সবার আগে।


তালিকায় থাকা কোচদের মধ্যে রিচার্ড পাইবাসের সাথে সবার আগে আজ (৬ই ডিসেম্বর) বৈঠকে বসেন বিসিবি'র কর্তারা। পাইবাসের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এসে কোচ ইস্যুটি নিয়েই কথা বলেন। 



promotional_ad

কোচের বিষয়টি নিয়ে তামিম-সাকিব-মাশরাফিদের সাথে কথা হয়েছে কিনা এই বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে দলের এই সিনিয়র ক্রিকেটারদের সাথে আলোচনা করার বিষয়টি নিশ্চিত করেন পাপন। বোর্ড সভাপতি বলেন, 'মাশরাফির সঙ্গে কথা হয়েছে, তামিমের সাথে কথা হয়েছে, সাকিবের সাথে কথা হয়েছে। ওদের সাথে কথা হয়েছে।'


আলোচনার ফলশ্রুতিতে সাকিব-তামিমদের পছন্দের কোচ সম্পর্কেও জানতে চায় সাংবাদিকরা। কোচ ইস্যুতে সাকিব-তামিম-মাশরাফিদের ভিন্নমতের কথা জানান পাপন। এমনকি একেকজনের পছন্দ এবং চাহিদা একেক রকম বলেও সাংবাদিকদের জানান বোর্ড সভাপতি। তাঁর ভাষায়,


'আরও অনেক ক্রিকেটারের সাথে কথা হয়েছে। একেক জনের একেক রকম চিন্তাধারা, সেটা আমরা শুনেছি। অনেকে হয়তো মনে করে, বিদেশি কোনো কোচেরই দরকার নাই। অনেকে মনে করে স্থানীয় কোচ হলে ভালো হয়। অনেকে মনে করে, তাদের কোচেরই দরকার নাই। অনেকের অনেকরকম চিন্তাধারা তো থাকবেই। বোর্ড সিদ্ধান্ত নেবে কোনটা করলে ভালো হয়।'



উল্লেখ্য তালিকায় থাকা কোচদের মধ্যে ফিল সিমন্স এই মাসের ৯ তারিখ আসার কথা থাকলেও বাকিরা কখন আসবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিসিবি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball