সাংবাদিককে পাগল আখ্যা মল্লিকের!

সংবাদ
সাংবাদিককে পাগল আখ্যা মল্লিকের!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

গত বিপিএল আসরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুলিশের এক এসআইকে কর্তব্যরত অবস্থায় লাঞ্ছিত করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ সহচর হওয়ায় সেবার সহজেই পার পেয়ে যান তিনি। 

চলতি আসরেও বিতর্ক সৃষ্টি করেছেন মল্লিক। এবার সাংবাদিককে পাগল আখ্যায়িত করে লাইম লাইটে উঠে এসেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে কেন রান খরা এই নিয়ে প্রশ্ন তোলা হলে ক্ষেপে গিয়ে সোমবার প্রশ্নকর্তা সাংবাদিককে পাগল বলে আখ্যায়িত করেন বিসিবির এই কর্মকর্তা।  

বিপিএলে যেখানে চার ছক্কার ফুলঝুরি দেখতেই মাঠে উপস্থিত হন দর্শকেরা সেখানে গত কয়েকটি ম্যাচে একেবারেই লো স্কোরিং ম্যাচ দেখে বাড়ি ফিরতে হয়েছে তাদের। আর তাই স্বাভাবিকভাবেই উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে। 

কিন্তু তাতেই ক্ষুব্ধ ইসমাইল হায়দার। উইকেট প্রসঙ্গে প্রশ্ন করাতে সোমবার গণমাধ্যমে ক্ষেপে গিয়ে মল্লিক বলেন, 'আপনারা যদি কিছু বুঝতে না চান, তাহলে পাগলকে তো আমি বোঝাতে পারবোনা।'  

একটা সময় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সচিব ছিলেন মল্লিক। সেই পদ থেকে পরবর্তীতে বিসিবির পরিচালক হিসেবে উন্নতি ঘটে তাঁর। বর্তমানে বিপিএল টুর্নামেন্টের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত তিনি।  

এখানেই শেষ নয়, জানা গেছে বিসিবির আর্থিক বিষয়টিও দেখভাল করেন মল্লিক। তাই বিসিবির সভাপতির আসনে পাপন থাকলেও মূল ছড়ি ঘোরান এই মল্লিকই। ঢাকা ডাইনামাইটসের খেলা মানেই মল্লিকের শক্তি প্রদর্শন। অভিযোগ রয়েছে গ্র্যান্ডস্ট্যান্ডে ডাইনামাইটস দর্শকদের অবাধ প্রবেশ ঘটে তারই নির্দেশে। 

আরো পড়ুন: this topic