promotional_ad

দিল্লির দূষণে অসুস্থ লঙ্কান ক্রিকেটাররা

promotional_ad

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টেস্ট। তবে এই ভেন্যুতে খেলতে গিয়ে বেশ বড় একটি সমস্যার মধ্যে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা।


কারণ দিল্লির বায়ু দূষণের মাত্রা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। এমনিতেই দিল্লি বিশ্বের সবচাইতে দূষিত শহর বলেই পরিচিত। এবার সেই দূষণের মাত্রা এমনই অসহনীয় অবস্থানে চলে গিয়েছে যে কিছুক্ষণের জন্য (১০  মিনিট) দিল্লি টেস্ট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।


পরবর্তীতে খেলা শুরু হলে ফিল্ডিংয়ে নেমে অসুস্থ হয়ে পরেন লঙ্কান ক্রিকেটাররা। লঙ্কান অধীনায়ক দীনেশ চান্ডিমাল খেলা চালিয়ে যেতে আপত্তিও জানিয়েছিলেন। 



promotional_ad

নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং মুরলি বিজয়ের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১২৭ ওভারে ৫৩৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। আর এই সময়ের মধ্যে মুখে মাস্ক লাগিয়ে ফিল্ডিং করেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। 


তবে এই পরিবেশে খেলতে গিয়ে অসুস্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু গামাগেকে। এর আগে ইনিংসের ১২৩তম ওভারে গামাগে শ্বাসকষ্ট অনুভব করলে অধিনায়ক চান্ডিমাল ফিল্ড আম্পায়ার নাইজেল লং ও জোয়েল উইলসনের সঙ্গে কথা বলেন।


কিন্তু এরপরেও ডাক্তারদের পরামর্শে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি ডেভিড বুন। এদিকে ইতিমধ্যে ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশন দিল্লির আবহাওয়াকে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বলে ঘোষণা করেছে। 



জানা গেছে দিল্লির দূষণর মাত্রা ছাড়িয়ে গেছে ৪১১ মিটার পর্যন্ত! যা স্বাভাবিক মাত্রার থেকে অনেকখানি বেশি। কিন্তু এরপরেও খেলা চালিয়া যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই বড় সমালোচনা হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball