promotional_ad

অধিনায়ক নয় নেতা হয়ে উঠতে চান সূর্যকুমার

সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব, বিসিসিআই
ভারতের টি-টোয়েন্টির নেতৃত্ব এখন সূর্যকুমার যাদবের কাঁধে। দলকে নেতৃত্ব দেয়ার সঙ্গে ব্যাট হাতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি। চলতি ইংল্যান্ড সিরিজেও তার অধীনেই খেলছে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।

promotional_ad

দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সূর্যকুমার জানিয়েছেন তিনি অধিনায়ক নন বরং নেতা হয়ে উঠতে চান দলের ক্রিকেটারদের কাছে। এরই মধ্যে সূর্যকুমারের নেতৃত্বে ১৮টি টি-টোয়েন্টি খেলে ফেলেছে ভারত। এর মধ্যে তারা জয় পেয়েছে ১৫টিতে। হিসেব অনুযায়ী ৮০ শতাংশ ম্যাচেই জিতেছেন সূর্যকুমার।


আরো পড়ুন

ভারতকে একাই জেতালেন তিলক

১৩ ঘন্টা আগে
ভারতকে জিতিয়ে ফেরার পথে তিলক ভার্মাকে কুর্নিশ জানাচ্ছিলেন অধিনায়ক তিলক ভার্মা

অবশ্য এমন পারফরম্যান্সের পরও পা মাটিতেই রাখছেন এই ভারতীয় ব্যাটার। দল হিসেবে বড় কিছু অর্জন করতে হলে সবাইকে নিয়েই এগোতে হবে। সূর্যকুমার দলের ক্রিকেটারদের খেলাটাকে উপভোগ করার মন্ত্র দেন সবসময়। সেই সঙ্গে ক্রিকেটারদের সেরাটা বের করে আনার পরামর্শ থাকে তার দিক থেকে।



promotional_ad

সূর্যকুমার বলেছেন, 'আমি শুধুমাত্র অধিনায়ক হিসাবে থাকতে চাই। দলের নেতা হয়ে উঠতে চাই। যদি দল হিসাবে কিছু অর্জন করতে হয় তা হলে সবাইকে একমত হতে হবে। সতীর্থদের ছোট ছোট জিনিসে মন দিতে বলি। ক্রিকেটের সাধারণ নিয়ম, মাঠ এবং মাঠের বাইরে স্বভাব ভাল রাখা, এগুলোয় জোর দিতে বলি। মাঠে নামলে ওদের বলি, নিজের সেরাটা দাও এবং যা হচ্ছে সেটা উপভোগ করো।'


আরো পড়ুন

নীতিশের চোটে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন দুবে

১৭ ঘন্টা আগে
আবারও ভারতের জাতীয় দলে ফিরলেন শিভাম দুবে

রোহিত শর্মা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এরপর আলোচনায় ছিলেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটার। তবে অভিজ্ঞতা ও পারফরম্যান্সের বিচারে সূর্যকুমারের ওপরই ভরসা রেখেছে ভারত। ভারতীয় দলের দায়িত্ব পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সূর্যকুমার।



সেই সময়ের অনুভূতির কথা জানিয়ে এই ক্রিকেটার বলেন, 'আমি পরিবারকে ফোন করেছিলাম। খুব ভাল কথাবার্তা হয়েছিল। তার গভীর নিঃশ্বাস নিয়ে মুহূর্তটা উপভোগ করেছিলাম এবং উচ্ছ্বাসে মেতে উঠেছিলাম। সেই দিন বাড়িতেই ছিলাম। স্ত্রীর সঙ্গে কিছু খাবার রান্না করেছিলাম। সে দিনেই সন্ধ্যাটা খুব ভাল কেটেছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball