বরুণের স্পিনের পর অভিষেকের ঝড়ে ইংল্যান্ডকে হারাল ভারত
ছবি: ঝড়ো ইনিংস খেলে ফেরার পথে হার্দিক পান্ডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছেন অভিষেক, গেটি ইমেজ
ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি পার্থক্য গড়ে দিয়েছেন তিনিই। এই স্পিনারের তোপে ইংল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ১৩২ রানে। সেই লক্ষ্য ১২.৫ ওভারেই পেরিয়ে গেছে ভারত। প্রায় আড়াইশ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে ভারতের বড় জয় নিশ্চিত করেছেন অভিষেক শর্মা।
ওপেনিং জুটিতে সাঞ্জু স্যামসনকে নিয়ে অভিষেক যোগ করেছিলেন ৪১ রান। স্যামসন ফিরেছেন ২০ বলে ২৬ রান করে। এরপর রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এরপর তিলক বার্মাকে সঙ্গে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন অভিষেক।
তৃতীয় উইকেটে অভিষেক ও তিলক যোগ করেন ৪২ বলে ৮৪ রান। অভিষেক ৭৯ রান করে ফিরলেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভারতের বড় জয় নিশ্চিত করেছেন তিলক। এই ভারতীয় ব্যাটার অপরাজিত ছিলেন ১৬ বলে ১৯ রান করে। আর হার্দিক অপরাজিত ছিলেন ৪ বলে ৩ রান করে।
এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ১৭ রানের মধ্যে তারা হারায় ফিল সল্ট ও বেন ডাকেটের উইকেটে। শূন্য রানে ফিরেছেন লিয়াম লিভিংস্টোনও। এরপর জস বাটলার ছাড়া ইংলিশদের আর কেউই বলার মতো রান করতে পারেননি।
বাটলার একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৪৪ বলে ৬৮ রানের ইনিংস। ভারতের হয়ে বরুণের ৩ উইকেটের সঙ্গে দুটি করে উইকেট পান আর্শদীপ সিং, হার্দিক ও অক্ষর প্যাটেল।