promotional_ad

বড় হার দিয়ে সিরিজ শুরু জ্যোতিদের

ইনতেছার
নিগার সুলতানা জ্যোতি (বামে), হেইলি ম্যাথিউস (ডানে)
নারী বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও আগেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আইসিসির উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলানি থেকে দুই নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের সেই আশা বেঁচে আছে ক্ষীণ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করতেই ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

promotional_ad

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে তারা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সেই লক্ষ্য ১১০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিকরা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে ক্যারিবীয়দের এই ম্যাচে জিতিয়েছেন হেইলি ম্যাথিউস। তিনি বল হাতে দুই উইকেট নেয়ার পর ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। 


আরো পড়ুন

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

২০ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা, আইসিসি

তার ইনিংসটি সাজানো ছিল ১৬টি চারে। সেই সঙ্গে সেই সঙ্গে কিয়ানা জোসেফ করেছেন ৭৯ বলে ৭০ রান। তাকে রাবেয়া খান ফেরালেও ম্যাথিউসকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়ে ক্যারিবীয়দের বড় জয় নিশ্চিত করেছেন শ্যামাইনে ক্যাম্পবেল। তিনি অপরাজিত থাকেন ১৮ বলে ১৪ রান করে।



promotional_ad

এর আগে এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। দলীয় ২৫ রানে ফিরে যেন ওপেনার ফারজানা হক। এরপর প্রায় পঞ্চাশ ছোঁয়া দুটি ইনিংস খেলেছেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এর মধ্যে মুর্শিদার ব্যাট থেকে সেছে ৫৩ বলে ৪০। আর শারমিন করেন ৭০ বলে ৪২ রান।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

এরপর সোবহানা মোস্তারির ৫০ বলে ৩৫ ও স্বর্ণা আক্তারের ৩৮ বলে ২৯ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কেউই কিছু করতে পারেননি। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ডিয়েন্দ্রা ডটিন। আর দুটি করে উইকেট পান ম্যাথিউস ও আলিয়াহ আলিয়েন।



একটি উইকেট পেয়েছেন আফি ফ্লেচার। সিরিজের প্রথম ম্যাচে হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে। পরের দুই ম্যাচে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে টাইগ্রেসরা। এমনকি একটি ম্যাচে জিতলেও সেই সম্ভাবনা থাকবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball