promotional_ad

মেলবোর্ন টেস্টের আগে হেডকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

ট্রাভিস হেড, ক্রিকেট অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার সিরিজের ৩ টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চলতি সিরিজের দুর্দান্ত ফর্মে রয়েছে অজি ব্যাটার ট্রাভিস হেড। ৮১.৮০ গড়ে এই সিরিজে হেডের ব্যাট থেকে এসেছে ৪০৯ রান। সিরিজের চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার চোট।

promotional_ad

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হেডকে অস্ট্রেলিয়ার অনুশীলনেও বেশিক্ষণ দেখা যায়নি। ফলে তাকে নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। মঙ্গলবার অনুশীলনে এলেও ২০ মিনিট থ্রো ডাউন করার পর হেডকে দীর্ঘক্ষণ ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলতে দেখা যায়। ফিল্ডিং ড্রিলের সময়ও খুব বেশি স্বচ্ছন্দ্যে দেখা যায়নি তাকে।


আরো পড়ুন

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

৮ ঘন্টা আগে
সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন

তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হেডকে পাওয়ার ব্যাপারে আশা হারাচ্ছেন না। হেডের চোটের কথা ভেবেই তাকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য ফিল্ডিংয়ের জায়গা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে তার। এমসিজি টেস্টের জন্যই নিজেকে তৈরি করছেন হেড।



promotional_ad

ম্যাকডোনাল্ড বলেছেন, 'নিজেকে তৈরি করার জন্য সব রকম চেষ্টা করছে হেড। কিছু সমস্যা রয়েছে। আশা করছি সে খেলতে পারবে। আমাদের মধ্যে কথা হয়েছে ফিল্ডিংয়ের জায়গা নিয়ে। কোথায় ফিল্ডিং করলে তার জন্য ভালো হবে সেই নিয়ে কথা হয়েছে।'


আরো পড়ুন

টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ, ওয়ানডেতে ওমরজাই

৮ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ (বামে), আজমতউল্লাহ ওমরজাই (ডানে)

হেডকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে হেড সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি অস্ট্রেলিয়া। তার ব্যাটিং নিয়ে যে অস্ট্রেলিয়ার কোনো চিন্তা নেই অস্ট্রেলিয়া দলের সেটাও খোলাসা করেছেন ম্যাকডোনাল্ড।



অজি কোচ বলেছেন, ‘ট্র্যাভিস হেডকে নিয়ে এখন কোনও চিন্তা নেই। সে খেলবে কি না সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমি আশা করছি সে খেলবে। ব্যাট নিয়ে তার স্কিল নিয়ে কোনও প্রশ্ন নেই। তাকে নিয়ে কতটা ঝুঁকি নিতে পারব সেটা বড় প্রশ্ন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball