promotional_ad

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক হোসেন। তার অধীনে গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড। এ ছাড়া বিপিএলের গত আসরে দুর্দান্ত ঢাকারও অধিনায়ক ছিলেন তিনি।

promotional_ad

দলটি সেবার পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল আসর। এবার বিপিএলে দলই পেলেন না মোসাদ্দেক। এর পেছনে কারণ হতে পারে তার বিপিএলের পারফরম্যান্সও। গত আসরে মোসাদ্দেক ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩ উইকেট নিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও বিপিএলে দল না পেয়ে কিছুটা হতাশ মোসাদ্দেক।


আরো পড়ুন

আমি ভালো খেললে আমাকে কেউ আটকাতে পারবে না: মোসাদ্দেক

৬ জানুয়ারি ২৫
ঢাকা ক্যাপিটালসের হয়ে অনুশীলনে মোসাদ্দেক হোসেন

রবিবার খুলনাকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো। দলটির জয়ে বড় অবদান আছে মোসাদ্দেকের। মেট্রোর হয়ে ২.৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। দলকে ফাইনালে তুলে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে মোসাদ্দেক বলেছেন, '(বিপিএলে দল না পাওয়ায়) জ্বী, আক্ষেপ আছে।'



promotional_ad

বিপিএলে খেলতে না পারলেও অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে খেলতে চান মোসাদ্দেক। সেই প্রত্যাশা নিয়ে এই অলরাউন্ডার বলেছেন, 'যদি বিপিএলে সুযোগ না আসে এবং বোর্ড যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই যাবো। কারণ যেখানেই সুযোগ পাব খেলার চেষ্টা করব। যত বেশি খেলতে থাকব অভিজ্ঞতা ততো বেশি বাড়তে থাকবে।'


আরো পড়ুন

সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল

৪ জানুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

তিনি আরও যোগ করেছেন, 'বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে আমাদের দেশের জন্য লাভ আমি মনে করি। যে অভিজ্ঞতাটা আমি এখান (লঙ্কা) থেকে নিয়ে এসেছি আমি মনে করি আমাদের খেলোয়াড়রা যদি সেখানে বেশি বেশি খেলতে পারে বিশেষ করে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক বেশি সাহায্য করবে।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball